নিজস্ব প্রতিবেদন ২৮ জুলাই ২০২৫ ১০:৩১ এ.এম
নাটকের অভিনেত্রী তানজিন তিশা। দীর্ঘদিন টিভি নাটকে অভিনয়ের পর নাম লেখান ওটিটিতে। এ মাধ্যমে বেশ কিছু কনটেন্টে তার উপস্থিতি দেখা গেছে। দর্শকপ্রিয়তাও পেয়েছেন। তবে এ অভিনেত্রীকে এখনো সিনেমায় দেখা যায়নি। তার সমসাময়িক নাটকের একাধিক নায়িকার সিনেমায় অভিষেক হলেও এ অভিনেত্রী রয়েছেন পিছিয়ে।
সিনেমা প্রসঙ্গে একাধিকবার গণমাধ্যমে জানান, পছন্দমতো গল্প পেলেই অভিনয় করবেন। এর মধ্যে অনেক প্রস্তাব তিনি পাচ্ছেন কিন্তু সেগুলো পছন্দ না হওয়াতে বড় পর্দার যাত্রা শুরু করতে পারছেন না। তবে কারা প্রস্তাব দিয়েছেন সে বিষয়ে কোনো তথ্য তিনি তখনো দেননি। বা নির্মাতাদের পক্ষ থেকেও কোনো তথ্য গণমাধ্যমে দেওয়া হয়নি। তাই নেটিজেনদের মনে প্রশ্ন উঁকি দিচ্ছে আদৌ কি প্রস্তাব পাচ্ছেন এ নায়িকা? সে হিসাব তোলাই থাক।
সম্প্রতি জানা গেছে, কলকাতার একটি সিনেমায় যুক্ত হয়েছেন এ নায়িকা। টালিউড দিয়েই হতে যাচ্ছে তার বড় পর্দার অভিষেক। সিনেমার নাম ‘ভালোবাসার মরসুম’। পরিচালনা করবেন কলকাতারই নির্মাতা এম এন রাজ। এতে প্রধান চরিত্রেই থাকবেন তিশা। তার চরিত্রের নাম হিয়া। তিনি অভিনয় করবেন বলিউড অভিনেতা শারমান যোশির বিপরীতে। দুজনে স্বামী-স্ত্রী হয়ে ধরা দেবেন পর্দায়। এমনটাই কলকাতার গণমাধ্যমে নিশ্চিত করেছেন পরিচালক।