মঙ্গলবার ২৯ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
রাজনীতি

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না: তাসনিম জারা

নিজস্ব প্রতিবেদন ২৯ জুলাই ২০২৫ ১০:২৬ এ.এম

তাসনিম জারা তাসনিম জারা

আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা বলেছেন, যে ব্যবস্থার কারণে বিগত বছরগুলোতে নিরাপত্তা বাহিনী নাগরিকদের গুম করেছে, খুন করেছে সেই রাষ্ট্রব্যবস্থার পরিবর্তন করতেই হবে। আমরা আর ওই ব্যবস্থায় ফেরত যাব না- যেখানে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থাকবে। 

সোমবার (২৮ জুলাই) দুপুরে জামালপুর শহরের ফৌজদারি মোড়ে এনসিপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় আরও বক্তব্য রাখেন- এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব লুৎফর রহমান ও কেন্দ্রীয় সদস্য মসিউর রহমান শুভ।

এর আগে নাহিদ ইসলাম স্থানীয় শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ, হরিজন পল্লি পরিদর্শন এবং একটি মাদ্রাসার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।