স্টাফ রিপোর্টার ০১ অক্টোবার ২০২৫ ০১:২১ পি.এম
.
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ মন্তব্য করেছেন যে, তাঁর দল বাংলাদেশের রাজনীতিতে ধর্মের ভিত্তিতে বিভাজন চায় না। একইসঙ্গে তিনি সতর্ক করেছেন, দেশি-বিদেশি যে মহলই ষড়যন্ত্র করবে, জনগণ তাদের প্রতিহত করবে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) জিয়া উদ্যানে ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে তিনি এই মন্তব্য করেন।
বিএনপির এই নেতা বলেন, দেশের জনগণ এখন নির্বাচনমুখী এবং সম্ভাব্য প্রার্থীরাও জনসংযোগ করছেন। তিনি বলেন, কোনো দল যদি নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তবে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে।
সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন, দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাধাসৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান। তিনি বলেন,"দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে, তাদের প্রতিহত করবে জনগণ।"
বিএনপির রাজনীতি সব ধর্ম ও বর্ণের সমন্বয়ে পরিচালিত হয় বলে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমেদ। তিনি জানান, "ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি।" বিএনপি সুষ্ঠু গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায়। এ সময় তিনি সব রাজনৈতিক দলকে বিভক্তি দূর করে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
নির্বাচন পদ্ধতির বিষয়ে কথা বলতে গিয়ে সালাহউদ্দিন আহমেদ পিআর (Proportional Representation) পদ্ধতির বিপক্ষে মত দেন। তিনি বলেন, পিআর পদ্ধতিতে দেশে সবসময় ঝুলন্ত পার্লামেন্ট ও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজমান করে এবং দেশের মানুষ এই পদ্ধতির বিপক্ষে।
হাসিনা-হামিদ-ওবায়দুল কাদেরসহ ১৭২ জনের নামে মামলা
নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির
হাসিনার বিরুদ্ধে মামলায় শেষ দিনের যুক্তিতর্ক আজ
গণভোটের জন্য হবে পৃথক অধ্যাদেশ
ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চায় না বিএনপি: সালাহউদ্দিন আহমেদ
শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি
নতুন কৌশলে এগোচ্ছে জামায়াত
ডাকসু ও জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে
‘কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে’
পিআরের ফয়সালাও গণভোটে চায় জামায়াত ও চরমোনাই
আর পেছনে নয়, সামনের দিকে তাকাতে হবে: ড. মঈন খান
অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে হয়নি: আসিফ নজরুল
পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে চরমোনাই পীরের দলও
ফের ২ মাস বাড়নো হলো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ নির্বাচনের চিন্তা করছি: ফয়জুল করিম
জাকসু নির্বাচন : হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না: তাসনিম জারা
চলতি সপ্তাহে ‘নির্বাচনের তারিখ’ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া
আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে