জ্যেষ্ঠ প্রতিবেদক ১৫ সেপ্টেম্বার ২০২৫ ০৮:১৪ পি.এম
নির্বাচনের পূর্বে জুলাই সনদের বাস্তবায়ন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচনী লেভেল–প্লেইং ফিল্ড, গণহত্যার বিচার এবং জাতীয় পার্টি ও ১৪ দলের বিচারের দাবিতে যুগপৎ আন্দোলনে যোগ দিচ্ছেন চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেন। পাঁচ দফা দাবিতে ইসলামী আন্দোলন ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল সমাবেশ করবে।
ইসলামী আন্দোলনের সংবাদ সম্মেলনের আগে জামায়াতে ইসলামী পাঁচ দফা দাবিতে পৃথক সংবাদ সম্মেলন থেকে কর্মসূচি ঘোষণা করে। এ দলটিও ১৮, ১৯ এবং ২৬ সেপ্টেম্বর বিক্ষোভ করবে। মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস গত রোববার সংসদের উচ্চকক্ষে পিআরসহ পাঁচ দফা দাবিতে সংবাদ সম্মেলনে একই কর্মসূচি ঘোষণা করেছে।
আবদুল বাছিত আজাদের নেতৃত্বাধীন খেলাফত মজলিস সোমবার পৃথক সংবাদ সম্মেলনে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষের নির্বাচনসহ ছয় দফা দাবিতে ১৮ সেপ্টেম্বর রাজধানী ঢাকায়, ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল-সমাবেশের কর্মসূচি ঘোষণা করেছে।
গত শনিবার এই চার দল ছাড়াও বৈঠক করে এনসিপি, এবি পার্টি, গণঅধিকার পরিষদ এবং নেজামে ইসলাম পার্টি। এনসিপি সংসদের উভয়কক্ষে নয়, শুধু উচ্চকক্ষে পিআর চায়। একই অবস্থান গণঅধিকার এবং এবি পার্টির। দলগুলো জুলাই সনদের বাস্তবায়ন এবং আওয়ামী লীগের সহযোগীদের নিষিদ্ধের দাবিকে সমর্থন করলেও, ধর্মভিত্তিক দলগুলোর সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছে না।
জুলাই সনদের যে সংস্কারগুলো কার্যকরে জন্য সংবিধান সংশোধন করতে হবে, সেগুলো আগামী সংসদে পরবর্তী দুই বছরে বাস্তবায়ন চায় বিএনপি। জামায়াত, ইসলামী আন্দোলন এবং খেলাফতের দুই অংশ নির্বাচনের আগে সংবিধান সংশোধন চায়।
সংবাদ সম্মেলনে চরমোনাই পীর তথা ইসলামী আন্দোলনে আমির বলেছেন, ইসলামী দলগুলো জোটবদ্ধ হওয়ার কাছাকাছি রয়েছে। আগামী নির্বাচনে দেশ ও মানবতাপ্রেমীদের ভোট এক বাক্সে আনতে কাছাকাছি রয়েছে। এ রকম একটা পরিবেশ আল্লাহর রহমতে তৈরি হয়েছে।
সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত ধারাবাহিক আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। এনসিপিও এই আন্দোলনের সঙ্গে রয়েছে দাবি করে, তারা আন্দোলন থেকে সরে যায়নি। তারা জুলাই সনদের আইনি ভিত্তির ব্যাপারে একমত হয়েছে।
যুগপৎ আন্দোলনের কর্মসূচি একই প্ল্যাটফর্মে হবে কি না, তা সময় হলে জানা যাবে উল্লেখ করে চরমোনাই পীর বলেন, এই আন্দোলনের মাধ্যমে তাঁরা সরকারকে চাপে রাখতে চান।
বিএনপির প্রতি ইঙ্গিত করে চরমোনাই পীর বলেন, দেশের একটি রাজনৈতিক পক্ষের বক্তব্য-বিবৃতি ও আচরণ দেখলে মনে হয়, জুলাইয়ের আন্দোলন হয়েছিল কেবলই ক্ষমতার পালাবদলের জন্য। এই পরিস্থিতি মেনে নিতে পারি না। তাই জুলাইয়ের প্রত্যাশা বাস্তবায়নে সুনির্দিষ্ট কিছু দাবিতে যুগপৎ আন্দোলনের সিদ্ধান্ত নিয়েছি। সরকারের নীতি নির্ধারকদের সঙ্গে কথা বলেছি। ফলাফল না পেয়ে রাজপথের কর্মসূচিতে যেতে হচ্ছে।
জুলাই সনদ বিষয়ে হতাশা প্রকাশ করে ইসলামী আন্দোলনের আমির বলেন, ভবিষ্যত স্বৈরতন্ত্রের পথ রুদ্ধ করতে অপরিহার্য সংবিধান সংস্কারে ঐকমত্যে পৌঁছানো যায়নি। একটি নির্দিষ্ট মহল থেকে প্রতিটি ক্ষেত্রে বাঁধা এসেছে।
নির্বাচনের পরে সংস্কার বাস্তবায়নের কথায় আশ্বস্ত নন জানিয়ে রেজাউল করীম বলেছেন, নব্বইয়ে তিন জোটের রূপরেখা দেখেছি, আইনি ভিত্তি না থাকায় নির্বাচনের পরে গালভরা সেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন আর হয় না। গণঅভ্যুত্থানের সার্বভৌম এখতিয়ার থাকে। সেই ক্ষমতা ও এখতিয়ার বলে জুলাই সনদকে নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।
আওয়ামী লীগের পর জাতীয় পার্টির কার্যক্রমও নিষিদ্ধ হলে ভোটের মাঠে বিরোধী দল কারা- এ প্রশ্নে চরমোনাই পীর বলেন, জাতীয় পার্টি ফ্যাসিবাদকে বেপরোয়া হতে সহায়তা করেছে। জালিয়াতি পূর্ণ প্রতিটি নির্বাচনে অংশ নিয়ে অবৈধ বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এখন তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পাঁয়তারা করছে।
রেজাউল করীম বলেন, একটি রাজনৈতিক দল জাতীয় পার্টি নিষিদ্ধের বিরুদ্ধে অবস্থান জানিয়েছে। পরিষ্কার করে বলতে চাই যে, জাতীয় পার্টি কোনো স্বাধীন রাজনৈতিক দল নয় বরং তারা ভারতীয় আধিপত্যবাদী শক্তির প্রকাশ্য এজেন্ট।
সংবাদ সম্মেলনে ইসলামী আন্দোলনের মহাসচিব ইউনুস আহমাদসহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।
ডাকসু ও জাকসুর প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে
‘কেউ যেন বিএনপির নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থ হাসিল করতে না পারে’
পিআরের ফয়সালাও গণভোটে চায় জামায়াত ও চরমোনাই
আর পেছনে নয়, সামনের দিকে তাকাতে হবে: ড. মঈন খান
অনেক কাজ করেছি, যা দেশের ইতিহাসে হয়নি: আসিফ নজরুল
পিআরের দাবিতে যুগপৎ আন্দোলনে চরমোনাই পীরের দলও
ফের ২ মাস বাড়নো হলো সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা
ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ নির্বাচনের চিন্তা করছি: ফয়জুল করিম
জাকসু নির্বাচন : হল থেকে ছাত্রদলের কেন্দ্রীয় নেতা আটক
আমরা আর গুম-খুনের ব্যবস্থায় ফেরত যাব না: তাসনিম জারা
চলতি সপ্তাহে ‘নির্বাচনের তারিখ’ রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া
আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের দিনক্ষণের ঘোষণা আসতে পারে