নিজস্ব প্রতিবেদন ২৯ জুলাই ২০২৫ ১০:২৪ এ.এম
দক্ষিণ আফ্রিকার পর জিম্বাবুয়েকে ৯১ রানের বিশাল ব্যবধানে হারাল বাংলাদেশ। ত্রিদেশীয় সিরিজের তৃতীয় ম্যাচে টানা দ্বিতীয় জয় পেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।
সোমবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস হেরে আগে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৭৪ রান করে বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেছেন জাওয়াদ। ৬৪ বলে অপরাজিত ৫৬ রান করেন আব্দুল্লাহ।
টার্গেট তাড়া করতে নেমে ৪২.২ ওভারে ১৮৩ রানে অলআউট হয় জিম্বাবুয়ে। বাংলাদেশ দলের হয়ে ৩ উইকেট নেন সামিউন বাশির। ২টি করে উইকেট নেন আল ফাহাদ ও আজিজুল হকিম।