জ্যেষ্ঠ প্রতিবেদক ১২ সেপ্টেম্বার ২০২৫ ০৪:৩৬ পি.এম
.
হংকং-এর বিপক্ষে জয়ে এশিয়া কাপ শুরু করেছে বাংলাদেশ। তবে আইসিসির সহযোগী সদস্য দেশের বিপক্ষে জয়ও রেখে গেছে বেশ কিছু প্রশ্ন। বোলিং আক্রমণে পেসাররাই এখন বাংলাদেশের বড় ভরসার নাম। কিন্তু পেসার তাসকিন আহমেদ দুই উইকেট নিলেও ছিলেন খরুচে।
মুস্তাফিজ আবার দারুণ বোলিংয়ে উইকেট নেওয়ার সুযোগ তৈরি করলেও ছিলেন উইকেট শূন্য। নতুন বলে যে কারিশমা শেখ মাহেদির দেখানোর কথা ছিল, তিনিও পারেননি তা। ব্যাটিংয়ে দুই ওপেনার সেট হয়ে ফিরে যান। লিটন দাস শেষ দিকে রান পুষিয়ে ৩৯ বলে ৫৯ রান করলেও তাওহীদ হৃদয় দৃষ্টিকটু ব্যাটিং করেছেন।
চারে নামা ডানহাতি ব্যাটার হৃদয় ৩৬ বলে ৩৫ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ব্যাট থেকে মাত্র একটি চারের শট আসে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের ধীর ব্যাটিং নিয়ে হৃদয় স্বীকার করেছেন, তিনি বল ঠিকঠাক ব্যাটে লাগাতে পারছিলেন না।
হৃদয় বলেন, ‘আমরা আগে নিশ্চিত করতে চেয়েছিলাম, যেন ম্যাচ কোনভাবে হাত ফস্কে না যায়। অমরা ম্যাচটা আরও আগে শেষ করতে চেয়েছিলাম। কিন্তু আমার ব্যাটে-বলে ভালো সংযোগ হচ্ছিল না। আগেভাগে ম্যাচ শেষ করার চেয়ে জয়টা বেশি গুরুত্বপূর্ণ। আমরা শ্রীলঙ্কা ও আফগানিস্তানের বিপক্ষে জিততে চাই। যে কারণে নেট রান রেট নিয়ে অতো ভাবছি না।’
সৌম্যকে রেখে ফিরলেন তিন ব্যাটার
নিউজিল্যান্ডের কাছে অসহায় আত্মসমর্পণ বাংলাদেশের
সেই উদযাপন নিয়ে সমালোচনার ঝড়, ফারহান বললেন ‘পাত্তা দেই না’
বল ব্যাটে লাগাতে পারছিলেন না, হৃদয়ের স্বীকারোক্তি
হংকংয়ের বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
দ.আফ্রিকার পর জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ
পেনাল্টি শুটআউটে স্পেনকে হারিয়ে ইংল্যান্ডের ইউরো জয়