নিজস্ব প্রতিবেদন ২৮ জুলাই ২০২৫ ১০:৫১ এ.এম
নারীদের ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালের শিরোপা লড়াইয়ে ফুটবল ভক্তরা পেলেন এক অনবদ্য নাটকীয়তার দৃশ্যপট। রোমাঞ্চকর এক ফাইনালে নির্ধারিত ও অতিরিক্ত সময় শেষে ১-১ গোলে সমতা বিরাজ করলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে। আর সেখানে স্পেনকে ৩-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ইউরোপের সেরা দল হিসেবে আত্মপ্রকাশ করল ইংল্যান্ড।
বীরত্বের শেষ সাইনটা আঁকলেন ইংল্যান্ডের ফরোয়ার্ড ক্লোই কেলি—২০২২ সালের ফাইনালে অতিরিক্ত সময়ে জয়সূচক গোল দেওয়া এই ফরোয়ার্ড এবারও শিরোপা নির্ধারণী মুহূর্তে ইংল্যান্ডের শেষ স্পট কিকটি জালে পাঠিয়ে নিজেকে প্রমাণ করলেন বড় ম্যাচের নায়িকা হিসেবেই।