বৃহস্পতিবার ১৩ নভেম্বার ২০২৫ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

সৌম্যকে রেখে ফিরলেন তিন ব্যাটার

স্পোর্টস ডেস্ক ২১ অক্টোবার ২০২৫ ০৩:১৫ পি.এম

. .

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়েছে স্বাগতিকরা। ওপেনার সৌম্য সরকারকে রেখে একে একে সাজঘরে ফিরেছেন সাইফ হাসান, তিনে নামা তাওহীদ হৃদয় ও চারে নামা নাজমুল শান্ত।

বাংলাদেশ ১৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ৭৩ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা সৌম্য ২৯ রান করেছেন। তার সঙ্গী মাহিদুল ইসলাম অঙ্কন।

এর আগে ছন্দে থাকা সাইফ হাসান ৬ রান করে আউট হয়েছেন। মিরপুরের দুই ওয়ানডে ম্যাচেই ব্যর্থ হলেন তিনি। প্রথম ম্যাচে ফিফটি করা তাওহীদ হৃদয় ১২ রান করে আউট হয়েছেন। নাজমুল শান্ত দুই চারের শটে ১৫ রান যোগ করে সাজঘরে ফিরেছেন।

সিরিজ নিশ্চিতের সম্ভাবনার ম্যাচে বাংলাদেশ চার স্পিনার নিয়ে খেলছে। তাসকিনের জায়গায় একাদশে ঢুকেছেন বাঁ-হাতি স্পিনার নাসুম আহমেদ। ওয়েস্ট ইন্ডিজও চার স্পিনার নিয়েছে। তাদের একাদশে গুড়াকেশ মোতি, খেরি পেরির সঙ্গে আছেন রোস্টন চেজ। রাতে বাংলাদেশে আসা আকিল হোসেন ঢুকেছেন ক্যারিবীয়দের একাদশে। এছাড়া আকিম আগুয়েস্তে আছেন একাদশে। বাদ পড়েছেন রোমারিও শেইফার্ড।

দুই দলই স্পিন শক্তি বাড়িয়ে মাঠে নামলেও একই উইকেটে হচ্ছে না সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। প্রথম ওয়ানডে হয়েছিল মিরপুরের সপ্তম উইকেটে (প্রেস বক্সের বাঁ থেকে)। দ্বিতীয় ওয়ানডে হচ্ছে পঞ্চম উইকেটে। বাংলাদেশের অধিনায়ক মিরাজ জানিয়েছেন, ২৩০ থেকে ২৪০ রান করতে পারলে তারা জিততে পারবেন। 

বাংলাদেশ একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, মাহিদুল অঙ্কন, মেহেদী মিরাজ, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিস আথানজে, কেসি কার্টি, শেই হোপ, শেরফান রাদারফোর্ড, আকিম আগুয়েস্তে, রোস্টন চেজ, জাস্টিন গ্রেভস, গুড়াকেশ মোতি, খেরি পেরি, আকিল হোসেন।

.

এই সম্পর্কিত আরও খবর